ভিডিও

আমার জীবনে আর কখনও প্রেম আসবে না : পরীমণি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৪:৫৯ দুপুর
আপডেট: মার্চ ১০, ২০২৪, ০৪:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : নানা বিষয় নিয়ে আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। তিনি অতীতকে ভুলে ছেলেকে নিয়ে সুন্দর জীবন পার করছেন, তেমনটাই জানালেন ভারতীয় এক সংবাদ মাধ্যমকে।

পরীর খুব ইচ্ছা আবার ভারতের সিনেমায় কাজ করার। সেই ইচ্ছা যেন পূরণ হতে চলেছে। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার চমক হেসে হেসে জানালেন তিনি। তবে যত ভালো কাজই হোক না কেন তার ছেলের প্রায়োরিটি পরীর কাছে সবার আগে। ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেয়ার আগে তিনি ছেলেকে নিজ হাতে খাইয়ে তাকে সময় দিয়েই তবে ক্যামেরার সামনে হাজির হয়েছেন।

নারী দিবস নিয়ে পরী বলেন, ‘আমরা সবাই সব নারীকে, নারী দিবসের শুভেচ্ছা জানাই, কিন্তু আমরা নিজেকে কখনও শুভেচ্ছা জানাই কিংবা জানিয়েছি? তবে এবার আমি ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলেছি, ‘পরী হ্যাপি ওমেন্স ডে’। দিন শেষে নিজের ভালো থাকাটাই জরুরী।’ নতুন প্রেম নিয়ে প্রশ্ন করা হলে পরী বলেন, ‘আমার জীবনে আর কখনও প্রেম আসবে না, তা আমি লিখে দিতে পারি। এখন আমার জীবনে কোনো উটকো ঝামেলা নেই। কেন শুটিংয়ে দেরি হলো? শুটিংয়ে কী কী কাজ করেছি, কাজের ফাঁকে কী করেছি, এসব জবাব দেয়ার কোনো ঝুট ঝামেলা পোহাতে হয় না। তবে আমার পিওর প্রেম হলো আমার ছেলে। আমার জীবনে যেমন ও ছাড়া কেউ নেই, তেমনি ওর ও আমি ছাড়া কেউ নেই। আমরা এখন ভীষণ ভালো আছি।’

সর্বশেষ কাজ ‘ডোডোর গল্প’ নিয়ে পরী বলেন, ছোট একটি শিশুকে নিয়ে এই সিনেমার গল্প। আর ৫ দিনের মতো কাজ বাকি আছে। এরপর পুরোপুরি শুটিং শেষ হয়ে যাবে। তবে আরও ৭টির মতো হাতে কাজ রয়েছে পরীমণির।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS