ভিডিও

লোকসভা নির্বাচনে টিকিট পেলেন যেসব তারকা 

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৫:১৩ বিকাল
আপডেট: মার্চ ১০, ২০২৪, ০৫:১৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : কয়েক মাস পরই ভারতের লোকসভা নির্বাচন। বরাবরই এ নির্বাচনে তৃণমূলের প্রতীকে পশ্চিমবঙ্গের একঝাঁক তারকা অংশ নিয়ে থাকেন। এবারো তার ব্যত্যয় ঘটছে না; তবে কয়েকজন তারকা অভিনেত্রী বাদ পড়েছেন।

রোববার (১০ মার্চ) লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। ৪২ জনের এ তালিকায় নাম নেই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের।

টিভি নাইনের তথ্য অনুসারে, এবারো লোকসভা নির্বাচনে লড়বেন চিত্রনায়ক দেব। ঘাটাল আসনে নায়ক হিরণের বিপরীতে লড়বেন দেব ওরফে দীপক অধিকারী। যাদবপুর আসন থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার তার পরিবর্তে টিকিট পেয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। বসিরহাট আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান।

তার এ আসনে কোনো তারকাকে মনোনয়ন দেওয়া হয়নি। এ আসনে লড়বেন হাজী নুরুল ইসলাম। প্রথমবার লোকসভা নির্বাচনে লড়তে যাচ্ছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলি থেকে টিকিট পেয়েছেন এই অভিনেত্রী। তার বিপরীতে লড়বেন বিজেপি’র তারকা প্রার্থী লকেট চ্যাটার্জি। মেদিনীপুর থেকে তৃণমূলের টিকিট পেয়েছেন অভিনেত্রী জুন মালিয়া, আসানসোল থেকে তৃণমূলের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা, বীরভূম থেকে তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS