বিনোদন ডেস্ক : রেড কার্পেটে দাঁড়ানো মার্কিন অভিনেত্রী লিজা কোশি। তার পরনে গাউন। সাবলীল ভঙ্গিতে ক্যামেরায় পোজ দিচ্ছেন তিনি। সামনে থাকা চিত্রগ্রাহকরা নিজ নিজ ক্যামেরায় লুক দিতে বলছেন। লিজাও ভিন্ন ভিন্ন দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন। এরপর কয়েক পা সামনে এগিয়ে যেতে থাকেন লিজা। ঠিক তখনই বিপত্তিটা ঘটে। কারণ একেবারে উল্টে রেড কার্পেটে পড়ে যান এই অভিনেত্রী। সমস্বরে চিত্রগ্রাহকরা বলে উঠেন ‘ওহ!’ ওই অবস্থায় লিজা বলেন, ‘সব ঠিক আছে।’
অভিনেত্রী লিজা যেখানে পড়ে যান, তার পাশ থেকে ছুটে যান এক নারী ও এক পুরুষ। তারা তাকে টেনে তুলেন। এরপর আরেক নারী এসে লিজার গাউন ঠিক করে দেন। এসময় চিত্রগ্রাহকদের উদ্দেশ্যে বলেন, ‘আমাকে এক সেকেন্ড সময় দিন।’ এরপর সবকিছু সামলে নিয়ে ফের ক্যামেরায় পোজ দেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোরবেলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে রেড কার্পেটে পোজ দিতে গিয়ে এ বিপত্তি ঘটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।