অভি মঈনুদ্দীন : বাংলাদেশের নন্দিত, জনপ্রিয় সঙ্গীতশিল্পী রবি চৌধুরী হঠাৎ তিনজনের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়ে গেলেন। সাংবাদিক, গীতিকার তারেক আনন্দ, গায়ক রাশেদ ও গায়িকা রন্টি দাসের জন্মদিনের অনুষ্ঠানেই হঠাৎ উপস্থিত হয়ে রবি চৌধুরী পুরো অনুষ্ঠানটিকেই যেন প্রাণবন্ত করে দিয়ে গেলেন। গত ১০ মার্চ ছিলো তারেক আনন্দ ও রন্টি দাসের জন্মদিন। ৮ মার্চ ছিলো রাশেদের জন্মদিন। মূলত ১০ মার্চ রাশেদের জন্মদিন উদযাপনের পরিকল্পনা করেন অভি মঈনুদ্দীন। পুরো আয়োজন সম্পন্ন করতে পাশে দাঁড়ান ‘হাওর জিন্স’র প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ রমিনুল হক সায়াদ। রাজধানীর মগবাজারে সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক শান সায়েক’র স্টুডিওতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যার পরপরই স্টুডিওতে উপস্থিত হন প্রয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার, তারেক আনন্দ, রন্টি, রাশেদ, ইউসুফ, ইমরান খন্দকার, শারমিন কেয়া, ইয়াসমিন লাবণ্য, রুনা আক্তার, তানজিন মিথিলা। গল্প, আড্ডা আর গানে গানে যখন বেশ আনন্দমুখর পরিবেশ হয়ে উঠে ঠিক তখনি জন্মদিন উদযাপন অনুষ্ঠানে এসে উপস্থিত হন রবি চৌধুরী। যেহেতু কারো জানা ছিলোনা অনুষ্ঠানে রবি চৌধুরী আসবেন, তাই তাকে দেখে সবাই ভীষণ খুশী হয়ে যান। আর এই প্রজন্মের অনেকজনকে একসঙ্গে পেয়ে রবি চৌধুরী’র মধ্যেও ভীষণ ভালোলাগার জন্ম নেয়। সবাইকে সঙ্গে নিয়ে ‘হাওর জিন্স’র পক্ষ থেকে আনা কেক কাটেন রবি চৌধুরী। এরপর রবি চৌধুরীরই অনুরোধে শান গান গেয়ে শোনান।
রবি চৌধুরী বলেন,‘ ভালোলাগলো এমন আয়োজনে উপস্থিত হয়ে। আমার চট্টগ্রামের দুই ছোট ভাই বোন রাশেদ ও রন্টি’র সঙ্গে আমাদের তারেক আনন্দ’র জন্মদিন উযদাপন একসঙ্গে করার এই মুহুর্তটিতে থাকতে পেরে সত্যিই ভালোলাগলো। ধন্যবাদ অভি’কে আমাকে এমন আয়োজনে সম্পৃক্ত করায়। ধন্যবাদ সায়াদকে এই আয়োজনে পাশে থাকায়।’
তারেক আনন্দ, রাশেদ ও রন্টি বলেন,‘ এর আগে এমন করে বিশেষ আয়োজনের মধ্যদিয়ে সবাইকে সঙ্গে নিয়ে জন্মদিন উদযাপন করার তেমন সুযোগ হয়নি। ধন্যবাদ অভি ভাইকে এই উদ্যোগ নেবার জন্য। ধন্যবাদ সায়াদ ভাইকে পাশে থাকার জন্য।’ সায়াদ বলেন,‘ আমি আসলে ছোটবেলা থেকেই একজন সংস্কৃতিমনা মানুষ। শিল্প-সংষ্কৃতির মানুষদের প্রতি আমার অন্যরকম ভালোবাসা। তাদের পাশে থাকতে পারলেই আমার ভালোলাগে।’ গল্প, আড্ডা শেষে সবাই আরেকবার এমন আড্ডার অপেক্ষায় থেকে বিদায় নিলেন সবাই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।