ভিডিও

মা হলেন ছোট পর্দার অভিনয়শিল্পী মৌসুমী নাগ

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০৩:০৭ দুপুর
আপডেট: মার্চ ১২, ২০২৪, ০৩:৩৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : কন্যাসন্তানের মা হলেন ছোট পর্দার অভিনয়শিল্পী মৌসুমী নাগ। গত ১০ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। মঙ্গলবার সকালে গণমাধ্যমকে মা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

নবজাতকের নাম প্রসঙ্গে তিনি মৌসুমী জানান, ‘আমার ছেলে তার বাবাসহ সিনেমা হলে অ্যাভাটার মুভি দেখেছিল। এই ছবি এবং নীতিরি চরিত্রটা তার খুব পছন্দের হয়ে ওঠে। তাই নীতিরি নামটাই বোনের নাম হিসেবে সিলেক্ট করেছে। এটা তার ডাক নাম। তবে আমরা সবাই মিলে পুরো নামটা পরে ঠিক করব।’

ছোট পর্দা দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করা মৌসুমী নাগ বিজ্ঞানচিত্রেও কাজ করেছেন। ‘রান আউট’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায়ও তার অভিষেক ঘটে। প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের অক্টোবরে অভিনয়শিল্পী শোয়েবের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেন মৌসুমী নাগ। ২০১৫ সালে তাদের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS