ভিডিও

ইসরায়েলি গণহত্যা বন্ধে অস্কার মঞ্চেও প্রতিবাদ

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০৩:৪২ দুপুর
আপডেট: মার্চ ১২, ২০২৪, ০৩:৪২ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : বুকে ফিলিস্তিন পতাকা নিয়ে অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের লালগালিচায় উপস্থিত হয়েছেন অভিনেতারা। সেরা চিত্রনাট্যের জন্য অস্কার বিজয়ী ফিল্ম 'অ্যানাটমি অফ এ ফল'-এর অভিনেতারা ইসরাইলি গণহত্যাবিরোধী ওই প্রতীকী প্রতিবাদ জানান। 

সোমবার যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে গতরাতে ৯৬তম অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্রের জন্য অস্কার বিজয়ী 'দ্য ফেভারিট জোন' চলচ্চিত্রের পরিচালক জনাথন গ্লিজার বলেছেন, দখলদার ইসরাইল আমাদের ইহুদিসত্তাকে ছিনিয়ে নিয়েছে। একইভাবে বিলি আইলিশ, আভা ডুভার্নে, মার্ক রাফেলো, রামি ইউসুফের মতো হলিউড তারকাদের অনেকেই গাজায় যুদ্ধবিরতির প্রতীক হিসেবে বুক চাপড়িয়ে লালগালিচা অনুষ্ঠানে উপস্থিত হন। রামি ইউসুফ এক সাক্ষাৎকারে গাজায় শিশু হত্যা বন্ধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আমরা অনতিবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতিসহ ফিলিস্তিনিদের নিরাপত্তা, ন্যায়বিচার ও শান্তির দাবি জানাই। ইসরাইলি বোমা হামলা বন্ধ হলেই কেবল আলোচনা হতে পারে।

উল্লেখ্য, সোমবার অস্কার অনুষ্ঠান চলাকালে ফিলিস্তিন সমর্থকরা অনুষ্ঠান হলের বাইরে বিক্ষোভ করেন এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS