বিনোদন ডেস্ক : চকলেটের প্যাকেট খুলেই হতবাক কলকাতা বাংলা সিনেমার নায়ক সোহম চক্রবর্তী। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা জানিয়ে নিজের এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।
সোহম তার পোস্টে একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, চকলেটের প্যাকেটটি খোলা। আর চকলেটের ওপরে একটি পোকা। চকলেটে পোকা দেখে ভীষণ বিরক্ত সোহম। ক্যাপশনে এ অভিনেতা লেখেন, ‘ক্যাডবেরি চকলেটে পোকা দেখতে পাব, এমনটা কখনো কল্পনাও করিনি। এ ঘটনায় আমি খুবই হতাশ ও বিরক্ত। আপনি যদি আপনার প্রিয়জন কিংবা বাচ্চাদের ক্যাডবেরি চকলেট উপহার দেওয়ার পরিকল্পনা করেন, তা হলে সাবধান হন! আমরা ক্যাডবেরি চকলেটে পোকা পেয়েছি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।