অভি মঈনুদ্দীন : আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য আরটিভির প্রযোজনায় নির্মিত হয়েছে গানের শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘মিউজিক অন ফায়ার’। এটি পরিচালনা করেছেন রাজু আহসান। এরই মধ্যে এর শুটিং সম্পন্ন হয়েছে বলে জানান অনুষ্ঠানের উপস্থাপক সময়ের জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা বীথি। তিনি জানান দুটি পর্বে ‘মিউজিক অন ফায়ার’ শো’তে অংশ নিয়েছেন সঙ্গীতশিল্পী অংকন, কর্ণিয়া, মেহরাব, আয়েশা মৌসুমী, তাসনিম আনিকা, অয়ন চাকলাদার।
ফারজানা বীথি বলেন,‘ মিউজিক অন ফায়ার অনুষ্ঠানটি একেবারেই অন্যরকম একটি অনুষ্ঠান। আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি এর আগে এই ধরনের অনুষ্ঠান হয়নি। শিল্পী যারা এসেছেন তারা কথা বলেছেন গানের বাইরের নানান বিষয়ে। প্রত্যেকেই নিজেরাই বারবিকিউ করেছেন।, গল্প করেছেন, খাওয়া দাওয়া করেছেন এবং একটি করে গানও গেয়েছেন। গল্পে গল্পে পরিবারের কথাও উঠে এসেছে প্রত্যেকের। আমার কাছে ভালো লাগার কারণ হলো এই ধরনের অনুষ্ঠান এর আগে কখনোই করা হয়নি। একটু অন্যরকম মাত্রা পেয়েছে এই অনুষ্ঠানটি। যে কারণে আমি খুব আশাবাদী যে এই শো’টি দর্শকের অনেক ভালো লাগবে।’
কর্ণিয়া বলেন, ‘সত্যি এই ধরনের অনুষ্ঠানে এর আগে আমার অংশগ্রহন করা হয়নি। আর শুটিংটা রোজার আগেই করা হয়েছে। যেহেতু বারবিকিউ-এর ব্যাপার ছিলো যে কারণে শুটিংটা রাতেই করতে হয়েছে। সবমিলিয়ে আমার কাছে ভালো লাগার কারণ হলো গানের বিষয় এসেছে যেহেতু আমি গায়িকা কিন্তু তারপরও এমন এমন বিষয় এসেছে যা এর আগে কখনোই আলোচনায় করা হয়নি। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য।’
অংকন বলেন,‘ আরটিভির প্রতি সবসময়ই আমার আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা। কারণ আরটিভিতে আমার অনেক ফোক গান প্রচারিত হয়েছে। আজকের অংকন হযে উঠার নেপথ্যে বড় ভূমিকা চ্যানেল আইয়ের। এরপর যদি কোনো চ্যানেলের থাকে সেটা আরটিভির। তাই আরটিভি আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতেও ভীষণ ভালো লাগে। ফারজানা বীথি আপুর উপস্থাপনা আমার ভীষণ ভালো লাগে। মিউজিক অন ফায়ার-এ তিনি এতোটাই শৈল্পিক ছিলেন যা রীতিমতো আমাকে মুগ্ধ করেছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।