ভিডিও

এক সিনেমায় আসছেন তিন খান!

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ০২:৪৬ দুপুর
আপডেট: মার্চ ১৬, ২০২৪, ০২:৪৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : বলিউডে তিন খান শাহরুখ-সালমান-আমির। তিন জনই সুপারস্টার। ১৪ মার্চ ছিল আমির খানের ৫৯তম জন্মদিন।

আমির বিশেষ দিনটি একদিকে যেমন সাবেক স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে কেক কেটে উদযাপন করেছেন, তেমনই অনুরাগীদের জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন। তখনই পুরনো বন্ধু শাহরুখ ও সালমানকে নিয়ে একটি ঘোষণায় চমকে দিয়েছেন আমির খান। সম্প্রতি অনন্ত আম্বানীর বিয়েতে আমিরের সঙ্গে শাহরুখ ও সালমানকে মঞ্চে নাচতে দেখা গেছে। সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। বৃহস্পতিবার আমিরের কাছে একভক্ত জানতে চান, ‘এ তিন সুপারস্টারকে একসঙ্গে কোনো সিনেমায় দেখার সম্ভাবনা আছে কি?’

জবাবে আমির খান জানান, তিনি শাহরুখ ও সালমানের সঙ্গে সিনেমা করতে ইচ্ছুক। আমির খান আরও বলেন, ‘আমরা তিন জন একসঙ্গে দেখা করলেই বিষয়টা নিয়ে আলোচনা হয়। শুধু আমাদের জন্য নয়, দর্শকদের কথা ভেবেই আমাদের একসঙ্গে একটা সিনেমা করা উচিত।’ তিন জনেই যে সঠিক চিত্রনাট্যের অপেক্ষায় রয়েছেন, সে কথাও স্পষ্ট করেন আমির।

১৯৯৪ সালে মুক্তি পায় আমির ও সালমান অভিনীত সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’। আমির জানান, এ সিনেমা সিক্যুয়েলের কাজ শুরু হয়েছে। সিনেমার চিত্রনাট্য লিখছেন রাজকুমার সন্তোষী। আমিরের কথায়, ‘সবে কাজটা শুরু হয়েছে। তাই এখনই খুব বেশি কিছু বলতে পারব না। তবে সিনেমাটি যে দর্শক উপভোগ করবেন সেটা বলাই যায়।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS