ভিডিও

আইটেম কন্যা হলেন শ্রীলেখা

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০১:১৯ দুপুর
আপডেট: মার্চ ১৭, ২০২৪, ০১:১৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : মাথার ঝলমলে চুলগুলো ছেড়ে দেওয়া। এ চুলেই পরেছেন সোনালি রঙের ব্যান্ড। পরনে খোলামেলা পোশাক। নিজের ফেসবুকে বেশ কটি ছবি শেয়ার করেছেন শ্রীলেখা মিত্র। আর তাতে এমন লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তার পরবর্তী সিনেমা ‘নেগেটিভ’। এ সিনেমায় আইটেম গানে পারফর্ম করেছেন শ্রীলেখা। ফেসবুকে পোস্ট করা ছবিগুলো আইটেম গানের শুটিংয়ের ফাঁকে তোলা।

টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র বলেন, ‘আমি বাপ্পার কথা শুনে হেসে ফেলেছিলাম। আসলে এমন আইটেম গানে নাচের দৃশ্যের জন্য যে আমাকে বলবে সেটা ভাবতে পারিনি। ছোটবেলা থেকেই নাচতে ভালোবাসি। কত্থক নাচ নিয়ে পড়াশোনাও করেছি। এই গানে আমাকে দেখতে কেমন লাগবে, সে পরিকল্পনাও আমার করা।’

বাপ্পা পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দেবলীনা দত্ত এবং রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে সিনেমাটির লুক। সিনেমাটির গল্পে একজন ফটোগ্রাফারের কাহিনি উঠে আসবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS