ভিডিও

পোস্ট করলেই সাড়া পান মেহজাবীন

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট: মার্চ ১৯, ২০২৪, ০৭:২১ বিকাল
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক :  দেশের শোবিজ অঙ্গনে দাপিয়ে বেড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।  শোবিজে ১৪ বছরের ক্যারিয়ার তার। ছোটপর্দায় খুবই জনপ্রিয় এই অভিনেত্রী। সুনাম কুড়িয়েছেন ওটিটিতেও।  প্রায় এক দশকের মতো ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি। এমনকি বিজ্ঞাপনের বাজারেও এই অভিনেত্রীর চাহিদা তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। মঙ্গলবার তিনি পোস্ট করেছেন বেশ কয়েকটি নতুন ছবি। সেই ছবিগুলো দেখতে দেখতে আপনারা জেনে নিতে পারেন তার বিষয়ে আরও কিছু তথ্য। মেহজাবীন চৌধুরী ছবিগুলো দিয়ে লিখেছেন- ‘বাগান বিলাসিনী।’ তার ছবিগুলোতে মাত্র ৩৭ মিনিটে প্রতিক্রিয়া পড়েছে আট হাজারের বেশি।  ছবিগুলোতে বেগুনি রঙের পোশাকে তাকে ফুলবাগানে পোজ দিতে দেখা গেছে। এই অভিনেত্রী এখন ছোটপর্দায় নাটকের কাজ কমিয়ে দিয়েছেন। বছরে হাতেগোনা কয়েকটি নাটকে অভিনয় করেন।  তাকে দেখা যাবে ‘সাবা’ সিনেমায়। চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS