ভিডিও

প্রিয়াঙ্কার গলার হারের দাম কত?

প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৩:৪৭ দুপুর
আপডেট: মার্চ ২০, ২০২৪, ০৩:৪৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বিয়ের পর স্বামী নিক জোনাসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কয়েক দিন আগে স্বামী ও মেয়েকে নিয়ে ভারতে আসেন। আর ফিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী।

মূলত, মুম্বাই ফিরে একটি ইভেন্টে যোগ দেন প্রিয়াঙ্কা চোপড়া। এ অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে দেখা যায়, প্রিয়াঙ্কার পরনে পিঙ্ক কালারের শাড়ি, গলায় হার। আবেদনময়ী লুকে প্রিয়তারকাকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। কেউ কেউ তাকে ‘আগুন’ কিংবা ‘রাজকন্যা’ বলেও মন্তব্য করছেন। সবকিছু ছাপিয়ে প্রিয়াঙ্কার গলার হারটি চর্চায় উঠে এসেছে। কারণ হারটির মূল্য কয়েক কোটি টাকা।

সেলিব্রেটি আউটফিটের বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, প্রিয়াঙ্কার গলার হারটি রত্ন দিয়ে সজ্জিত। এটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। এর মূল্য ৮ কোটি ৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৬৪টি লাখ টাকার বেশি। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS