ভিডিও

‘বাংলাদেশ ও আমি একসঙ্গে বড় হচ্ছি’

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৩:০০ দুপুর
আপডেট: মার্চ ২৩, ২০২৪, ০৩:০০ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত। মঞ্চ, টেলিভিশন কিংবা চলচ্চিত্র সব ক্ষেত্রেই পেয়েছেন সাফল্য। বিপাশা মানেই ছোটপর্দায় বিভিন্ন চরিত্রের দাপুটে অভিনেত্রী। কী মঞ্চ, কী টিভি নাটক অথবা চলচ্চিত্রে-সব ক্ষেত্রেই তিনি দেখিয়েছেন তার সক্ষমতা। 

আজ এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা প্রখ্যাত অভিনেতা আবুল হায়াত। বর্তমানে স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। মোবাইল ফোনে জন্মদিন নিয়ে বিপাশা এক গণমাধ্যমকে বলেন, ‘১৯৭১ সালের ২৩ মার্চ আমার জন্ম আর বাংলাদেশের জন্ম ২৬ মার্চ। বাংলাদেশ ও আমি একসঙ্গে বড় হচ্ছি। এটি চমৎকার অনুভূতি।’

বিপাশা আরও বললেন, ‘শুধু জন্মদিন নয়; প্রতিটি দিনই মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও মূল্যবান। জন্মদিনে মা-বাবাকে সম্মান জানাতে চাই। আমি মনে করি, দিনটি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশের দিন। তাদের কারণেই এই পৃথিবীতে আমার অস্তিত্ব। আর যারা আমাকে শুভেচ্ছা জানান, তাদের জন্য আমার ভালোবাসা।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS