বিনোদন ডেস্ক : ‘মায়া: দ্য লাভ’ সিনেমাটি ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। মুক্তি সামনে রেখে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়। পোস্টার একটি হলেও তাতে লুকিয়ে আছে চারজন অভিনয়শিল্পী। চারজনের মধ্যে নায়িকা শবনম বুবলীকে ঘিরে আছেন তিন অভিনেতা আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান।
পোস্টার ফেইসবুকে শেয়ার করে সাইমন, রোশান ও মিলন লিখেছেন, পবিত্র ঈদুল ফিতরের ছবি ‘মায়া’। বুবলীর ভাষ্য, তিন নায়কের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা তার নতুন ছিল। কাজটা আনন্দের সঙ্গেই করেছেন তিনি। নির্মাতা জানিয়েছেন, রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মায়া। কারণ ঈদের সময় সিনেমা হলে দর্শক বেশি থাকে। ফলে প্রচারণার কাজ শুরু করেছেন তিনি।
পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য লিখেছেন নির্মাতা। আলিনুর আশিক ভূঁইয়ার প্রযোজনায় এই সিনেমার কাজ শুরু হয় ২০২২ সালে। দু’বছরে কখনো সিনেমার কাজ টানা চলেছে, কখনও বাধা পড়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।