বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রেমের পর ২০২১ সালের ডিসেম্বরে ঘটা করে বিয়ে করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের খবর শুনে চমকে গিয়েছিলেন অনেকে। দেখতে দেখতে বিয়ের দুই বছর পার করে ফেলেছেন এ তারকা দম্পতি।
সম্প্রতি একটি অনলাইন শোতে হাজির হয়েছিলেন ভিকি। সেখানে উপস্থাপিকা ভিকিকে প্রশ্ন করেন, বিয়ের পরে ক্যাটরিনার সাথে সংসারের বিরক্তিকর বিষয় কোনটি? প্রশ্নের উত্তরে ভিকি বলেন, বিয়ের পর অনেকদিন ধরে ক্যাটরিনা তাকে ‘বদমেজাজি’ বলে ডাকতেন। অভিনেতা আরও বলেন, ক্যাটরিনা তার (ভিকির) জেদ নিয়ে বেশ বিরক্ত। নিজেদের মধ্যে কিছু হলে ভিকি কখনোই আগে ক্ষমা চাইতে যান না। আর সে বিষয়টিই পছন্দ করেন না ক্যাট।
ভিকি কৌশলের ভাষ্য, আমি আসলে সেই ব্যক্তি যিনি কোনো বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত একগুঁয়ে থাকি। আর তাই ক্যাটরিনা আমাকে ‘খাড়ুস’ বদমেজাজি বলে ডাকত। এমন কেন মনে হত ক্যাটরিনার? এ নিয়ে ভিকি বলেন, ক্যাটের নাকি আমার (ভিকি) মুখটা দেখলেই মনে হতো, আমি রেগে আছি। এখানেই শেষ নয়, ভিকির ওপর আরও কিছু বিষয়ে বিরক্ত ক্যাট।
তিনি জানান, ক্যাটরিনা মনে করেন, তিনি উপহার দেয়ার ব্যাপারে এক্কেবারেই রোমান্টিক নন। এ সময় উপস্থাপিকা ভিকিকে প্রশ্ন করেন, তিনি স্ত্রী ক্যাটরিনার জন্য শেষ কী উপহার কিনেছেন? উত্তরে ভিকি জানান-গয়না। এদিন সাক্ষাৎকারে ভিকি আরও বলেন, আমি বিয়ের দিন ক্যাটকে একটা কথা বলেছিলাম, যেটা তোমাকে খুশি করে সেটিই কর। তুমি সুখী হলেই আমি শান্তি পাব। এই শোয়ে এসে দাম্পত্য জীবনের অনেক গোপন কথাই খোলসা করলেন ভিকি। পাশপাশি, স্ত্রী ক্যাটরিনার মেজাজের কথাও জানালেন অভিনেতা। তবে ঝগড়াঝাঁটি যাই হোক না কেন, ক্ষমাটা যে ভিকিই চান, সে কথাও স্পষ্ট করেছেন এই অভিনেতা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।