ভিডিও

‘নৃত্যশিল্পী ফাউণ্ডেশন বাংলাদেশ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৬:৩৮ বিকাল
আপডেট: মার্চ ২৪, ২০২৪, ০৬:৩৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : অনেক দেরী’তে হলেও অবশেষে ‘নৃত্যশিল্পী ফাউণ্ডেশন বাংলাদেশ’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো গেলো ২৩ মার্চ বিকেলে রাজধানীর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। যদিও বা ফাউণ্ডেশনের সভাপতি লায়লা হাসান দেশে নেই, কিন্তু সুদূর আমেরিকা থেকেও তিনিও সংবাদ সম্মেলনে সম্পৃক্ত থেকে সবাইকে অনুপ্রেরণা যুগিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক দীপা খন্দকার জানান ফাউণ্ডেশনে সভাপতি হিসেবে আছেন লায়লাা হাসান, সাধারণ সম্পাদক হিসেবে আছেন তিনি নিজে। এছাড়াও সহ-সভাপতি  হলেন লুবনা মরিয়ম, মিনা মোঃ নজরুল ইসলাম, সুলতানা হায়দার, কবিরুল ইসলাম রতন, বেলায়েত হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকন ও সাদিয়া ইসলাম মৌ। সাংগঠনিক সম্পাদক বিজরী বরকত উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক নিলুফার ওয়াহিদ পাঁপড়ি, সহ-সাংস্কৃতিক সম্পাদক আফরোজা হাসান শিল্পী, কোষাধ্যক্ষ ফারহানা খান তান্না, দপ্তর সম্পাদক নাঈম হাসান সুজা, প্রচার সম্পাদক ইয়াসমিন তাজরীন জাহান তারিন, সমাজ কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, ক্রীড়া সম্পাদক সোহেল রহমান, আন্তর্জাতিক সম্পাদক নেহরিন মোস্তফা দিশি, প্রশিক্ষণ সম্পাদক সাব্বির আহমেদ খান বিজু ও গবেষনা সম্পাদক হিসেবে আছেন সৈয়দা শায়লা আহমেদ। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন লায়লা হক, কাজল ইব্রাহিম, ডলি ইকবাল, মোঃ কামার উদ্দিন খান, অপি করিম, নাদিয়া আহমেদ, রিচি সোলায়মান, মেহবুবা মাহনূর চাঁদনী, আনিকা কবির শখ্, তাহমিনা সুলতানা মৌ, সিনথিয়া ইয়াসমিন নূপুর, রুহানি সালসাবিল’সহ আরো ১১ জন।

সংবাদ সম্মেলনে তারা আগামীদিনের কিছু প্রাথমিক কর্মসূচির কথা তুলে ধরেছেন। যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ‘নৃত্যপৃবাহ’ অনলাইন দ্বি-বার্ষিক পত্রিকা প্রকাশ, লোক নৃত্য সম্রাট জি. এ মান্নানের জীবন দর্শন ও সৃষ্টির উপর নৃত্য কর্মশালা (প্রশিক্ষক দীপা খন্দকার), নৃত্যগুরু গরহর জামিলের জবিন দর্শন ও সৃষ্টির উপর নৃত্য কর্মশালা (প্রশিক্ষক বেলায়েত হোসেন খান), আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন, রবীন্দ্র কর্মশালা (প্রশিক্ষক: পূর্ণিমা ঘোষ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়) ও অভিষেক অনুষ্ঠান। ফাউণ্ডেশনের সভাপতি লায়লা হাসান বলেন,‘ অনেক দেরীতে হলেও সবার আন্তরিক অংশগ্রহনের মধ্যদিয়ে অবশেষে নৃত্যশিল্পী ফাউণ্ডেশন বাংলাদেশ’র যাত্রা শুরু হলো। আমরা শুরুতেই বিশেষত সংবাদ মাধ্যমের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে সত্যিই মুগ্ধ। আমাদের বিশ্বাস আগামীতেও আমাদের পাশে থাকবেন আপনারা। আর আমাদের ফাউণ্ডেশন’কে একটি যথাযথ কার্যকরী ফাউণ্ডেশন-এ পরিণত করতে সবার কাছ থেকেই সহযোগিতা কামনা করছি। আমি বিশেষত ধন্যবাদ দিতেক চাই ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক’সহ সবাইকে। যারা দিনরাত নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন।’ ফাউণ্ডেশন’র সহ-সভাপতি কবিরুল ইসলাম রতন বলেন,‘ বাংলাদেশের নৃত্যাঙ্গনে এই ফাউণ্ডেশনের মধ্যদিয়ে সকল নৃত্যশিল্পীর মধ্যে একটি পারিবারিক বন্ধনের যাত্রা শুরু হলো। আমরা সবাই একটি পরিবার। একই ছায়াতলে থেকে সকলেই সকলের জন্য নিবেদতি হয়ে কাজ করে যাবো। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নৃত্য চর্চাকে আরো আলোকিত করার চেষ্টা থাকবে। সেইসাথে ফাউণ্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য পূর্ণ করতে সবারই নিবেদিত হয়ে কাজ করে যেতে হবে। মূলকথা ফাউণ্ডেশনের জন্য সবাইকেই সময় দিতে হবে ভালোবেসে পাশে থেকে।’

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS