ভিডিও

আলোচনায় ৫৬ সেকেন্ডের রাজ-বুবলী ঝলক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ০৩:২৩ দুপুর
আপডেট: মার্চ ২৫, ২০২৪, ০৩:২৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : ঈদে মুক্তির অপেক্ষায় বুবলী-রাজের ‘দেয়ালের দেশ’। এ সিনেমায় প্রথম জুটি হিসেবে তারা দারুণ কিছু উপহার দিবেন বলেই ধারনা পাওয়া গেলো টিজার মুক্তির পর। ৫৬ সেকেন্ডের ঝলকেই আলোচনায় উঠে এসেছে ‘দেয়ালের দেশ’।

মিশুক মনির পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেয়ালের দেশ’। সিনেমাটি নিয়ে নায়িকা বুবলী আগেই জানিয়েছেন, এটি অনুদান নিয়ে প্রচলিত ট্যাবু ভেঙে দেবে। টিজারের কিছু টুকরো দৃশ্য দেখে আঁচ করা যায়, এতে শরিফুল রাজ এমন চরিত্রে আছেন, যিনি মর্গে কাজ করেন। আর শবনম বুবলীর চরিত্রটি এক রহস্যময় তরুণীর। তাদের মধ্যে এক সম্পর্কের ইঙ্গিতও মিলেছে। কিন্তু সেটা কেমন, আর মর্গের সঙ্গেওবা তাদের কী সংযোগ, সেসব এখনও রহস্য। যা স্পষ্ট হবে পূর্ণাঙ্গ সিনেমায়। এছাড়া টিজারের একটি দৃশ্য সবার মনে দাগ কেটেছে-দেখা গেছে বুবলীর লাশ হিমাগারের পাটাতন হয়ে বের হয়ে আছে, আর সেদিকে হতবাক হয়ে চেয়ে আছেন রাজ। এমনই করুণ দৃশ্য দেখে হতভম্ব হয়েছেন নেটিজেনরা।

বুবলী ও রাজ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS