ভিডিও

শাকিবের অভিনয় নিয়ে প্রশ্ন টলিউড প্রযোজকের

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ০৪:১০ দুপুর
আপডেট: মার্চ ২৬, ২০২৪, ১২:১৭ রাত
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ ও জনপ্রিয় নায়ক শাকিব খান। শাকিবের সিনেমা মানেই  প্রেক্ষাগৃহে দর্শকের ঢল। তবুও কিনা সেই নায়ককে নিয়েই প্রশ্ন তুললেন টলিউডের প্রযোজক রানা সরকার।  

ওপার বাংলার একাধিক সিনেমার এই প্রযোজক মনে করেন, সুপারস্টার হিসেবে শাকিব জনপ্রিয় হলেও অভিনয়ে তিনি খুব ভালো নন। সম্প্রতি দেশের একটি টেলিভিশন চ্যানলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন তিনি।

রানা সরকার বলেন, ‘শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম সেরকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করছেন, তাদের তুলনায় ভালো নয়।’

বাংলাদেশ-ভারতের বেশ কিছু যৌথ প্রযোজনায় সিনেমায় শাকিবকে দেখা গেলেও পশ্চিমবঙ্গের হলগুলো এই নায়কের সিনেমায় অতটা আগ্রহী নয় বলে মন্তব্য করেন রানা সরকার। তিনি বলেন, ‘শাকিব খানের সিনেমা হলে তো চলেই না, বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলেও তাকে সেই দামটা দেয় না, যে দামটা দেব, জিতের মতো নায়কদের আছে।’ এই প্রযোজকের মতে, শাকিব খান সুপারস্টার ঠিকই, কিন্তু তিনি যদি অভিনয়ের দিকে আরও মনোযোগ দিতেন, তাহলে ভালো হতো!

এদিকে রানা সরকারের এমন মন্তব্য ভালোভাবে নেননি শাকিব ভক্তরা। তাদের মন্তব্য-শুধু শাকিব নয়, এরকম আগেও বহু নায়কদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এই প্রযোজক। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS