ভিডিও

তুফান-এর পোস্টার প্রকাশ, প্রসংশায় ভাসছেন শাকিব

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০৫:৫৪ বিকাল
আপডেট: মার্চ ২৭, ২০২৪, ১০:৫৬ রাত
আমাদেরকে ফলো করুন

ঢালিউড নির্মাতা রায়হান রাফী বলেছিলেন ‘আগামীকাল বাংলার আকাশে বাতাসে এক ভয়ংকর চৈতালি তুফান বয়ে যেতে পারে। সবাইকে নিরাপদ থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

ঘোষণা মোতাবেক বুধবার বিকাল ৪টায় অন্তর্জালে ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়েছে। প্রকাশ হতে না হতেই পোস্টারটি ঘিরে অন্তর্জাল তুফান বেগে তা শেয়ার শুরু হয়ে গিয়েছে। 

‘তুফান’ পোস্টারে দেখা যাচ্ছে, একটি অভিজাত আসনে বসে পায়ের ওপর পা তুলে রয়েছেন শাকিব। ঘাড় অব্দি এলো চুল, চোখে সানগ্লাস, গালে চাপ দাঁড়ি আর ঠোঁটে সিগারেট। পরনে সাদা শার্টের ওপর কালো ব্লেজার। গলায় পরেছেন কালো লকেটের চেইন। তার সামনে রয়েছে একটি একে-৪৭ বন্দুক। এটুকুতেই আঁচ করা যায়, ‘তুফান’ ছবিতে শাকিব কোনও গ্যাংস্টারের ভূমিকায় হাজির হচ্ছেন। এমন আভাস অবশ্য আগেও পাওয়া গেছে। এবার প্রকাশ্যে এলো পয়লা ঝলক।

রাফী আগেই বলেছিলেন, তুফান বয়ে যেতে পারে! সেটার নজিরও মিলছে সোশ্যাল হ্যান্ডেলে। কেবল তার ফেসবুক অ্যাকাউন্টেই মাত্র ১৫ মিনিটে পোস্টারটিতে রিঅ্যাকশনের সংখ্যা প্রায় আট হাজার! এর বাইরে নির্মাতা, শিল্পী, সাংবাদিক, সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপ, পেজ ও সাধারণ দর্শক মিলিয়ে ফেসবুকে ‘তুফান’ই চলছে বটে। যেমন নির্মাতা আদনান আল রাজীব পোস্টারটি শেয়ার করে লিখে দিলেন, ‘সেক্সি পোস্টার’!


দিন কয়েক আগে শাকিবের এই ঈদের একমাত্র ছবি ‘রাজকুমার’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়। হিমেল আশরাফ নির্মিত সেই ছবির পোস্টার দর্শকের সাড়া পেয়েছে বটে। কিন্তু ‘তুফান’র প্রকোপে যে সেটা এখন মলিন হয়ে গেছে, তা বলার অপেক্ষা রাখে না।

‘তুফান’র মাধ্যমে প্রথমবার ঢালিউডের দুই হিট মেশিন (শাকিব ও রাফী) একসঙ্গে কাজ করছেন। ফলে ছবিটির জন্য মুখিয়ে আছে দর্শক, সমালোচক সকলে। সেই অপেক্ষা ঘুচবে আগামী ঈদুল আজহায়। সেই উৎসবেই মুক্তি পাবে ছবিটি। আপাতত ভারতের হায়দরাবাদে অবস্থিত রামোজি ফিল্ম সিটিতে চলছে এর শুটিং। নব্বই দশকের আবহে বিশাল সেট নির্মাণ করে ধারণ করা হচ্ছে ছবিটির দৃশ্য।

দেশের আলফা আই, চরকি ও কলকাতার এসভিএফ যৌথভাবে প্রযোজনা করছে ‘তুফান’। এতে শাকিবের সঙ্গে আছেন ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। ছবিতে বিশেষ চমক হিসেবে হাজির হতে পারেন টলিউড তারকা যিশু সেনগুপ্ত।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS