ভিডিও

মঞ্চে শাশুড়ির মুখ কেন চেপে ধরলেন অক্ষয়

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪, ০১:১০ দুপুর
আপডেট: মার্চ ২৮, ২০২৪, ০৩:৪৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়-মঞ্চে দাঁড়ানো বলিউড নায়ক অক্ষয় কুমার-আমির খান। তাদের মাঝে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে অক্ষয়ের শাশুড়ি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। হঠাৎ পেছন থেকে শাশুড়ির মুখ চেপে ধরেন জামাই অক্ষয়। আর এ দৃশ্য দেখে হাসতে থাকেন আমির খান। শাশুড়ি-জামাইয়ের এমন মুহূর্ত দেখে অনেকে বিস্মিত আবার অনেকেই দারুণ মজা পেয়েছেন। কিন্তু অসংখ্য অতিথিদের সামনে এমন ঘটনা কেন ঘটালেন অক্ষয়?

বলিউড শাদি ডটকম জানিয়েছে, ২০১৫ সালে ডিম্পল কাপাডিয়ার লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মঞ্চে শাশুড়ির সঙ্গে এমন ঘটনা ঘটান অক্ষয় কুমার। মূলত, এ মঞ্চে ডিম্পল কাপাডিয়া কথা বলছিলেন। কথা বলার সময়ে টুইঙ্কেল খান্নার সঙ্গে অক্ষয় কুমারের একটি মজার ঘটনা বর্ণনা করতে গিয়ে ডিম্পল বলেন, ‘আমার অনেক কিছু বলার আছে। কিন্তু আমাকে না বলতে বলা হয়েছে। কারণ আমি মিসেস ফানিবোনসের মা, যা খুব খারাপ। কিন্তু আপনারা সবাই জোর করলে আমি সত্যি কিছু শেয়ার করতে চাই। আমি কি বলব? জানি না, আপনারা কীভাবে এটি গ্রহণ করবেন, যাইহোক আমি এটি বলবই।’ এরপর যখন অক্ষয়ের ঘটনাটি বলতে যান ঠিক তখন শাশুড়ি ডিম্পল কাপাডিয়ার মুখ চেপে ধরেন অক্ষয় কুমার। কিন্তু তারপরও ডিম্পল বলতে থাকেন, ‘না না না আমাকে এ কথা বলতে দিতেই হবে।’

অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া ব্যক্তিগত জীবনে অভিনেতা রাজেশ খান্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে টুইঙ্কেল খান্না ও রিঙ্কি খান্না নামে দুই কন্যা রয়েছে। ২০০১ সালের ১৭ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন অক্ষয়-টুইঙ্কেল। এ দম্পতির একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS