ভিডিও

‘যৌনকর্মী’ মন্তব্যে যা বললেন কঙ্গনা

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০২:০৫ দুপুর
আপডেট: মার্চ ৩০, ২০২৪, ০২:০৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত সম্প্রতি নাম লিখিয়েছেন রাজনীতিতে। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপি’র প্রার্থী হয়েছেন এই অভিনেত্রী। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মান্ডি থেকে বিজেপি’র প্রার্থী হিসেবে কঙ্গনার নাম ঘোষণার পরপরই তাকে নিয়ে বিতর্কিত পোস্ট করেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। ইনস্টাগ্রামে কঙ্গনার একটি খোলোমেলা পোশাক পরা ছবি পোস্ট করে সুপ্রিয়া লেখেন, ‘মান্ডিতে কী দাম চলছে এখন, একটু বলবেন?’ কংগ্রেস নেত্রীর এমন পোস্ট নিয়ে আপত্তি জানিয়েছে বিজেপি। দলটির মতে, কঙ্গনাকে আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়িয়েছেন সুপ্রিয়া। বলিউড অভিনেত্রীকে ‘যৌনকর্মী’র সঙ্গে তুলনা করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি। সুপ্রিয়ার পোস্টের একটি স্ক্রিনশট টুইটারে পোস্ট করে কঙ্গনা লিখেছেন, ‘সম্মানীয় সুপ্রিয়া দেবী, গালিগালাজ করার জন্য যৌনকর্মীদের কথা না টানাই ভালো। প্রতিটা নারী মর্যাদা প্রাপ্য।’

প্রতিবাদ জানিয়েছেন কঙ্গনার মা আশা রাণৌতও। এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে কঙ্গনার মা বলেন, ওরও (সুপ্রিয়া শ্রীনাথ) তো মেয়ে, বউমা আছে বাড়িতে। উনি যদি এভাবে কাউকে নিয়ে কথা বলেন তাহলে ওর ভাবা উচিত আজ যদি কেউ ওর বাড়ির নারীদের নিয়ে একই ধরনের মন্তব্য করেন তাহলে ওর কেমন লাগবে?’ এরপর আশা রাণৌত আরও বলেন, ‘আমিও সেই একই কষ্ট পেয়েছি। আমি গোটা দলকে দোষ দিচ্ছি না একজন এমন অবমাননাকর মন্তব্য করেছেন বলে। সবাই খারাপ নন।’

বিজেপি নেতা অমিত মালব্য সুপ্রিয়া শ্রীনাথের ওই পোস্টের তীব্র বিরোধিতা করেছেন। তিনি দাবি করেন, সুপ্রিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে কংগ্রেসকে। তিনি এক্সে পোস্ট করে লিখেছে, ‘কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাথ কঙ্গনাকে নিয়ে ইনস্টাগ্রামে অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করেছেন। অত্যন্ত নিম্নমানের এই মন্তব্যটি, কংগ্রেস কী করে এমন লোকজনকে তাদের দলে রাখেন? খারগে (মল্লিকাজুর্ন খারগে)- এর যদি নিজের দলের ওপর কোনো নিয়ন্ত্রণ থেকে থাকে তাহলে তার উচিত সুপ্রিয়াকে দল থেকে বহিষ্কার করে দেওয়া।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS