বিনোদন ডেস্ক : অর্ধযুগ আগে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে গত বছর শুরা খানকে বিয়ে করেন আরবাজ খান। এবার প্রাক্তন ও বর্তমান স্ত্রীকে নিয়ে নৈশভোজ সারলেন তিনি।
ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, মালাইকা-আরবাজের পুত্র আরহান খান ‘ডাম্ব বিরিয়ানি’ শিরোনামে একটি পডকাস্ট চালু করেছেন। গত শুক্রবার এর লঞ্চিং অনুষ্ঠান ছিল। এতে আরবাজ তার স্ত্রী শুরা খানকে নিয়ে যোগ দেন। আর মালাইকা তার মা ও বোন অমৃতাকে নিয়ে হাজির হন। এরপর একসঙ্গে নৈশভোজ সারেন তারা।
১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ইতালিয়ান মডেল-অভিনেত্রী জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ খান। ৫৬ বছর বয়সী আরবাজের সঙ্গে ৩৩ বছর বয়সী জর্জিয়ার প্রেমের খবর কারো অজানা নয়। করোনা সংকটের সময় লিভ-ইন করেন জর্জিয়া-আরবাজ। বিয়ে করতে যাচ্ছেন এমন গুঞ্জনও বহুবার চাউর হয়েছে। কিন্তু গত বছর ভেঙে যায় এ সম্পর্ক। জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের পর শুরা খানের সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ। সর্বশেষ পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ-শুরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।