বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। এরইমধ্যে বলিউডে তার যাত্রা শুরু হয়েছে। সব ঠিক থাকলে এ বছরই মুক্তি পাবে তার অভিনীত প্রথম বলিউড সিনেমা। এদিকে সম্প্রতি তার অভিনীত ‘টিলু স্কয়ার’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিধু। কিছুদিন আগে অনুপমার এ সিনেমার ট্রেইলার মুক্তি পায়। তাতে সিধুর সঙ্গে অনুপমার চুম্বন দৃশ্য রয়েছে। যার ফলে মুক্তির আগে থেকেই জোর আলোচনায় রয়েছে মালিক রাম নির্মিত এই সিনেমা। এদিকে এক সাক্ষাৎকারে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
অনুপমা বলেন, রোমান্স করা সহজ কাজ না। বিশেষ করে ঘনিষ্ঠ দৃশ্য করা কঠিন। কারণ শুটিংয়ের সময়ে আমাদের সামনে অনেক মানুষ উপস্থিত থাকেন। এ সময় অস্বস্তিতে পড়তে হয়। এ অভিনেত্রী আরও বলেন, বিশেষ করে চুম্বন দৃশ্যটি যখন গাড়ির ভেতরে করেছি, তখন আমার পায়ে দু’টি ক্ষত ছিল। এ অবস্থায়ও আমাদের অভিনয় করতে হয় এবং চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে হয়। এবারই প্রথম নয়, ২০২২ সালের ১৪ই জানুয়ারি মুক্তি পায় অনুপমা পরমেশ্বর অভিনীত ‘রাউডি বয়েস’ সিনেমা। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন আশিষ রেড্ডি। মুক্তির আগেই প্রকাশিত হয় সিনেমাটির ট্রেইলার। তাতে এ জুটিকে চুম্বন দৃশ্যে দেখা যায়। ‘প্রেমাম’খ্যাত অনুপমাকে এমন অন্তঃরঙ্গ দৃশ্যে দেখে বিস্ময় প্রকাশ করেন তার ভক্তরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।