বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে টালিউড অভিষেক হতে যাচ্ছে তার। দুদিন আগেই প্রকাশ হয়েছে পরীমণির লাবণ্য চরিত্রের প্রথম লুক। সিনেমাটির শুটিং করতে এখন কলকাতায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানেই কিছু বিষয় নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।
প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে নায়িকা বলেছেন, ‘প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানো। নিজের যেই চরিত্রটা হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো, সেই চরিত্রটাকে দেখা। এক্সাইটেড! সিনেমার শুধু লাবণ্য চরিত্রটা নিয়ে বলা যাবে, বাকি কিছুই বলা যাবে না। গল্পটা একটা থ্রিল। এটা একটু থ্রিলই থাকুক। চরিত্রটা লোভনীয় বলেই করেছি।’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন পরীমণি। লিখেছিলেন, ‘সৎ, ভদ্র, বিনয়ী, স্পষ্টবাদী, বর্তমান সময়ের অর্থ।’ এই বিশেষণগুলো ঢালিউডে কাকে কাকে দিতে চাইবেন? প্রশ্নের উত্তরে পরীমণি বলেন, ‘সবাই সৎ, ভদ্র রোশান, বিনয়ী সিয়াম, স্পষ্টবাদী আমি।’
সাক্ষাৎকারে বিনোদনজগতে নিজের পদচারণে নিয়ে বলতে গিয়ে পরীমণি বলেন, ‘আসলে আমার পথপ্রদর্শক কেউ ছিল না। সে কারণে জায়গাটা আমার জন্য অনেক বন্ধুর। সেই উঁচু-নিচু পথ দিয়েই আমি এখানে দাঁড়িয়ে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।