বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা আরবাজ খানের জীবনে এসেছে নানা পরিবর্তন। যেসব পরিবর্তন ১৯ বছরের দাম্পত্য জীবনে বলিউডের ‘ছাইয়া’ গান খ্যাত তারকা করে দেখাতে পারেনি, তা আরবাজের দ্বিতীয় স্ত্রী সুরা খান করে দেখিয়েছেন মাত্র কয়েক বছরে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, মালাইকার সঙ্গে বিবাহিত জীবনে কখনও প্রকাশ্যে ফটো সাংবাদিকদের জন্য পোজ দিতে রাজি ছিলেন না তিনি। কিন্তু সুরার সঙ্গে বিয়ের পর আরবাজের মধ্যে এমন কোনো বৈশিষ্ট্য দেখেননি ভক্তরা। বরং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বেশ সময় নিয়ে পোজ দিতে পছন্দ করেন এ অভিনেতা। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবনে বেশ বদমেজাজী আরবাজ। মানুষের সঙ্গে খুব বেশি কথা বলতেও আগ্রহী হতে দেখা যায়নি আরবাজকে। কিন্তু এসব বৈশিষ্ট্যই এখন আর দেখা যায় না আরবাজের মধ্যে। ভক্তরা বলছেন, দ্বিতীয় বিয়ের পর অনেকটাই পাল্টে গেছেন আরবাজ। যা কখনও করেননি, তাই করতে দেখা যাচ্ছে এ অভিনেতাকে। এ প্রসঙ্গে আরবাজের সঙ্গে কথা হলে তিনি বলেন, আসলে আমি কখনও ওভাবে ভেবে দেখিনি। এটুকু বলতে পারি, সুরা অনেক শান্ত। যেকারণে নিজের অনেক নেতিবাচক বৈশিষ্ট্য বদলাতে পেরেছি।
আরবাজের এমন মন্তব্যের পর নেটিজেনরা বলছেন, অল্প সময়েই বদমেজাজী আরবাজকে অনেকটা শান্ত করে তুলেছেন সুরা। অথচ দীর্ঘ সময়ের সম্পর্কেও আরবাজের এ পরিবর্তনগুলো নিয়ে আসতে পারেননি প্রথম স্ত্রী মালাইকা অরোরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।