ভিডিও

ঈদে দর্শকদের কী সুখবর দিলেন শাকিব খান

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ০৮:৩২ সকাল
আপডেট: এপ্রিল ১১, ২০২৪, ১০:০০ রাত
আমাদেরকে ফলো করুন

এবারের ঈদে দারুণ চমক নিয়ে আসছেন ঢালিউড কিং শাকিব খান। প্রতি ঈদে দর্শকদের জন্য ঈদ উপহার ছড়িয়ে দেন বাংলার এই সুপারস্টার। এবারও মুক্তি পাচ্ছে তার আকাঙ্খিত ‘রাজকুমার’ সিনেমা। ‘রাজকুমার’ মুক্তি পাচ্ছে ১২৬টি হলে। ঈদে শাকিব তার দর্শকদের জন্য একটি ভিডিও বার্তা দিয়েছেন।
ঈদে শাকিব তার দর্শকদের জন্য ভিডিও বার্তা দিয়েছেন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঈদে শাকিব তার দর্শকদের জন্য ভিডিও বার্তা দিয়েছেন। 


‘রাজকুমার’ মুক্তি উপলক্ষে শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। তিনি বলেছেন, ‘রাজকুমার’ একটি আবেগের নাম। ‘রাজকুমার’ শুধু দেশের নয় এটি হয়ে উঠুক সারা বিশ্বের সমস্ত ভাষাভাষীদের।’


সুপারস্টার আরও বলেন, ‘তারায় তারায় ছড়িয়ে যাক ‘রাজকুমার’র গল্প। সারা বিশ্বে প্রতিনিধিত্ব করুক আপনাদের ‘রাজকুমার’। দেশে এবং দেশের বাইরে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, প্রিয় মানুষকে নিয়ে দেখুন ঈদের ‘রাজকুমার’। সবার ঈদ হোক আনন্দময়।’


তাছাড়া ভিডিও ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সবসময় চেষ্টা করে যাই আপনারা যেন পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে একসঙ্গে নিয়ে ঈদের সিনেমা উপভোগ করতে পারেন।
 

অভিনেতা আরও লিখেছেন, ‘পাশাপাশি চেষ্টা থাকে, আমি যেন আমার কাজের মধ্য দিয়ে আমার দেশকে ও বাংলা সিনেমাকে বিশ্বের কাছে সম্মানিত করতে পারি। আপনাদের অসীম ভালোবাসায় বাংলাদেশে এবং বিশ্বব্যাপী (এই ঈদ মৌসুমেই) সগৌরবে চলবে 'রাজকুমার'। আপনাদের ভালোবাসা ও দোয়ার সঙ্গে এগিয়ে যাবো বহুদূর। ঈদ মোবারক।’

প্রসঙ্গত, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রাজকুমার’ সিনেমাটি। এটি প্রযোজনা করছেন আরশাদ আদনান।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS