ভিডিও

ঈদের দিন নতুন সিনেমার নাম ঘোষণা করলেন সালমান

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৪, ১১:১১ দুপুর
আপডেট: এপ্রিল ১২, ২০২৪, ১১:১১ দুপুর
আমাদেরকে ফলো করুন

চলতি বছর ঈদে ভাইজান খ্যাত সালমানের কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু বিশেষ দিনে অনুরাগীদের নিরাশ করেননি সালমান। বৃহস্পতিবার ঘোষণা করলেন তার নতুন ছবির নাম। সেই সঙ্গে ছবিতে তার চরিত্রটি নিয়েও আভাস দিলেন।


সম্প্রতি সালমান তার নতুন ছবি ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন ‘গজনি’ ছবি খ্যাত দক্ষিণী পরিচালক এআর মুরুগাদসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। তারপর থেকেই নতুন এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার ঈদের দিন এই ছবির নাম প্রকাশ্যে আনলেন ভাইজান। ছবিটির নাম ‘সিকন্দর’। ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন তিনি।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS