ভিডিও

‘আমাদের সম্পর্কের গভীরতা অনেক’

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৫:২১ বিকাল
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪, ০৫:২১ বিকাল
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষ্যে এক বেসরকারি টেলিভিশনের একটি অনুষ্ঠানে উপস্থিত হন নায়িকা মাহিয়া মাহি এবং নতুন প্রজন্মের অভিনেতা জয় চৌধুরী। এই হিরোর সঙ্গে প্রায়ই দেখা যায় অভিনেত্রীকে। নিজেদের বন্ধুত্ব নিয়ে খোলাসা করেন দু’জন।

জয়ের সঙ্গে সিনেমা না করেও কীভাবে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক হলো, সেই প্রসঙ্গে মাহি বলেন, ‘অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ওর সঙ্গে ২০১৯ থেকেই আমার বেশ ভালো সম্পর্ক। কিন্তু গোপন রেখেছিলাম। কারণ, যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’

মাহির কথায় একমত হয়েছিলেন জয় চৌধুরীও। বলেছেন, ‘খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালোভাবে নেন না। গোপন থাকলে বিষয়টার মধ্যে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের গভীরতা অনেক।’ তবে তাদের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় নতুন আলোচনা-সমালোচনা। এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নায়িকা মাহিয়া মাহি।

একই বিষয়ে প্রশ্নের জবাব দিয়েছেন জয় চৌধুরীও। জয় চৌধুরী বলেছেন, ‘সত্যি বলতে, এই নিউজের বিষয়ে আমিও জানি না। আপনাদের ভাবি একটু আগে আমাকে ইনবক্স করেছে। মাহি আমাকে করেনি এখনো। কারণ, মাহির সঙ্গে তো আমি সাক্ষাৎকার দিয়েই এসেছি। মাহির সঙ্গে আমার প্রেম-ট্রেম তো প্রশ্নই আসছে না। আমরা খুব ভালো বন্ধু। আমি, মাহিসহ যারা আমাদের গ্রুপে আছেন, সবাই পরিবারের মতো। এতে আমার পরিবার থেকে কোনো সমস্যা নেই। আমাদের এমন কোনো সম্পর্ক নেই, যেটা নিয়ে কথা-চালাচালি হবে। আমাদের অনেক পবিত্র একটি সম্পর্ক। অনেক ভালো বন্ধু।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS