বিনোদন ডেস্ক : শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিএফডিসিতে বসেছিল তারকার মেলা। গত শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। নতুন-পুরোতন সব তারকারাই মিলেছিলেন এই দিনে।
ওইদিন ভোট দিতে বিএফডিসিতে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। একই সময়ে সেখানে ছিলেন পরীমণি। শাবনূরকে দেখে পরীমণি তাকে জড়িয়ে ধরেন। শাবনূরও পরীকে দূরে রাখেননি। দুজনে একসঙ্গে কথা বলেছেন, ছবি তুলেছেন। দুই নায়িকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নজর কাড়ে সবার। সেই সময়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন পরীমণি। শাবনূরকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেন পরীমণি। তার ভাষায়, একজন শাবনূর। একজন সুপারস্টার। এক শৈশবের মুগ্ধতা। একজন সুন্দর মনের মানুষ। একটা ভালোবাসা।
বর্তমানে শাবনূর নিয়মিত সিনেমা না করলেও একসময় বড়পর্দা দাপিয়ে বেড়িয়েছেন এই অভিনেত্রী। শাবনূরকে এই প্রজন্মের অনেক তারকাদের শৈশবের ভালোবাসা বলেন। এবারে শাবনূরকে নিয়ে যে শৈশব থেকেই পরীর মুগ্ধতা কাজ করে সেটাই স্পষ্ট হয়ে উঠে তার ভাষায়। বেশ কিছুদিন ধরে আলোচনায় আছেন অভিনেত্রী শাবনূর। গতবছর দীর্ঘদিন পর দেশে এসে নতুন সিনেমায় কাজের ঘোষণা দেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।