বিনোদন ডেস্ক : এবার বাংলাদেশের পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে তৈরি সিনেমা। বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যেই বেশকিছু প্রামাণ্যচিত্র ও ডকুফিল্ম নির্মিত হয়েছে। যার মধ্যে একটি হলো স্প্যানিশ ভাষায় নির্মিত ডকুফিল্ম 'মুচাচোস'। স্প্যানিশ পরিচালক জেসাস ব্র্যাসেরাস নির্মাণ করেছেন ১০০ মিনিটের এই ডকুফিল্ম।
সিনেমাটি গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তির পর দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। সিনেমাটি এবার বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, সবার আগ্রহের কারণে বাংলাদেশের পর্দায় সিনেমাটি দেখানোর পরিকল্পনা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সিনেমাটি প্রিমিয়ার প্রদর্শিত হবে।
দীর্ঘ অপেক্ষার ৩৬ বছর পর ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনার ফুটবল দল। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা এই বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয়। বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি নিজেও। এই বিশ্বকাপকে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর হিসেবে আখ্যায়িত করেছেন। একের পর এক অঘটন আর শেষমেশ মেসির হাতে বিশ্বকাপ, এমন বিশ্ব আসরকে সেরা বলতে বাধ্য যে কেউ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।