ভিডিও

এবার মাধুরী-বিদ্যা বালান এক সঙ্গে

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ০৩:১৮ দুপুর
আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ০৩:১৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার মাধুরী দীক্ষিতের সঙ্গে একটি গানে একসঙ্গে নাচতে দেখা যাবে বিদ্যা বালানকে।ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘ভুলভুলাইয়া থ্রি’ ছবির একটি আইটেম গানে বলিউড ডান্স ডিভা মাধুরী দীক্ষিতের সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে বিদ্যা বালানকে। পরিচালক আনিস বাজমি এরই মধ্যে দুই তারকা যুগলবন্দির পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন। প্রযোজক ভূষণ কুমার এবং তার দল জনপ্রিয় গানের একটি নতুন উপস্থাপনা নিয়ে কাজও শুরু করছেন।

আগামী মাসে গানটির শুটিং করার প্রস্তুতি চলছে। খুব তাড়াতাড়ি গানের সিকোয়েন্স নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। তবে ছবিতে মাধুরী অভিনয় না করলেও একটি বিশেষ চরিত্রে বিদ্যা থাকছেন বলে জানিয়েছে নির্মাতা সূত্র। এর আগে বিদ্যাকে ‘ভুলভুলাইয়া’ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গিয়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। সেখানে তার বিপরীতে ছিলেন অক্ষয় কুমার। সহশিল্পী হিসেবে আরও ছিলেন শাইনি আহুজা, আমিশা প্যাটেল, রাজপাল যাদব প্রমুখ। তবে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ভুলভুলাইয়া-টু’ ছবিতে দেখা যায়নি বিদ্যাকে। ছিলেন না অক্ষয়ও। 

নির্মাতারা জানিয়েছেন চলতি বছরের দীপাবলিতে ‘ভুলভুলাইয়া থ্রি’ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সে পরিকল্পনা অনুযায়ী নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন তারা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS