ভিডিও

বাংলা ভাষাতেও আসছে ‘পুষ্পা ২’

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ০৩:৪২ দুপুর
আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ০৭:৩৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : ২০২১ সালে করোনা মহামারির শেষ সময়ে ভারতের বক্স অফিস কাঁপায় ‘পুষ্পা দ্য রাইজ’। তেলুগু ছবিটি সারা ভারতে ৩৭০ কোটি রুপির ব্যবসা করে। তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছিল আল্লু অর্জুন ও রাশ্মিকা মানদানা অভিনীত ছবিটি। এর জন্য ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন আল্লু অর্জুন। তিন বছর পর আসতে চলেছে ছবির দ্বিতীয় পর্ব ‘পুষ্পা দ্য রুল’।

এবার আরো বড় পরিসরে ছবিটি নির্মাণ করেছেন সুকুমার। শুধু তা-ই নয়, জানা গেল, প্যান ইন্ডিয়ান ছবিটি তামিল, তেলুগু, মালয়ালাম, কন্নড়, হিন্দির পাশাপাশি মুক্তি পাবে বাংলাতেও। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, ছবির একটি গানে বাংলায় কণ্ঠ দেবেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস। গত বছর এপ্রিলে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা ২’-এর প্রথম পোস্টার। পোস্টারে তার ‘লুক’ বেশ প্রশংসিত হয়েছিল। লাল টকটকে কপাল, গাল দুটি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা। পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। অনেকটা তৃতীয় লিঙ্গের মানুষের সাজেই ধরা দিয়েছিলেন আল্লু। এ বছর ৮ এপ্রিল মুক্তি পায় ছবির টিজার। সেখানে একবারে নীল রঙের শাড়িতে দেখা যায় নায়ককে। ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS