বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ঢালিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। এ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। প্রথমে অল্পসংখ্যক হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে বেশ কয়েকটি হল বেড়েছে ছবিটির।
‘লিপস্টিক’ ছবিতে কেমন সাড়া পেলেন জানতে চাইলে পূজা চেরী বলেন, ‘শান্তি লাগছে যে এখন পর্যন্ত ছবিটি নিয়ে দর্শকের কোনো নেতিবাচক প্রতিক্রিয়া পাইনি। তবে আমাদের টিমের ধারণা, ছবিটি যদি দেশের ভালো হলগুলো পেত, তাহলে ‘রাজকুমার’-এর পরই ‘লিপস্টিক’ থাকত।’
পূজা আরও বলেন, ‘আমরা যখন ছবিটি নির্মাণের পরিকল্পনা করি, তখনই সিদ্ধান্ত ছিল, ঈদুল ফিতরে মুক্তি দেওয়া হবে। পরিকল্পনামাফিকই কাজ করেছি। তবে আমাদের ভুল ছিল, একেবারে শেষে এসে ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া। এর কারণও ছিল, সেন্সর ছাড়া আমরা ঘোষণা দিতে চাইনি। পরিস্থিতির কারণে সেটি তো হতেই পারে। তবে আমি বলব, আমার জীবনের সেরা সিনেমা ‘লিপস্টিক’। এই সিনেমায় নিজের সেরাটা দিয়েছি। হিট হোক, ফ্লপ হোক-এ ছবির কথা সারা জীবন বলে যাব।’
‘লিপস্টিক’ ছবির রেশ কাটতে না কাটতেই পূজা দিলেন নতুন খবর। আসছে ঈদুল আযহা অর্থাৎ কোরবানির ঈদেও নায়িকা হিসেবে বড়পর্দায় আসবেন তিনি। এ প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’ ছবির সোহানা চরিত্রটি আমি করছি। বেশ কয়েক বছর ধরে ছবিটির শুটিং চলছে। কাজ প্রায় শেষ। শুধু মারামারির একটি দৃশ্য বাকি। দৃশ্যটি অনেক বড়। এ জন্য তিন-চার দিন ধরে মারপিটের অনুশীলন করছি। আগামী শুক্রবার দৃশ্যটির শুটিং শুরু হবে। ছবিটি পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাবে।’
কিছু দিন আগে এক ইন্টারভিউতে ফিল্ম পলিটিক্সের কথা বলেছিলেন পূজা। তবে এখন আর তা নিয়ে কথা বলতে চান না। শুধু এটুকুই জানালেন, ‘নিজের কাজ নিয়ে থাকতে চাই। দর্শকের জন্য কাজ করি, একদিন দর্শকেরাই এসব নোংরা রাজনীতির জবাব দেবেন। আমার যারা ভক্ত আছেন, তারা আমাকে মন থেকেই ভালোবাসেন। আমি বিশ্বাস করি, তাদের শক্তিই আমার শক্তি। সব জায়গায় সিনেমায় রাজনীতি আছে, আমাদের এখানে একটু বেশি। আমরা সুস্থ প্রতিযোগিতা চাই। কিন্তু সেটা হচ্ছে না।’
উল্লেখ্য, ‘মাসুদ রানা’ ছবিটি পরিচালনা করছেন সৈকত নাসির। এ ছবিতে পূজা চেরীর বিপরীতে দেখা যাবে রাসেল রানাকে। তিনি অভিনয় করছেন মাসুদ রানা চরিত্রে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।