ভিডিও

‘এটা আমাদের গল্প’ নিয়ে কলকাতার সিনেমায় অভিষেক তারিনের

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ০৩:২৮ দুপুর
আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ০৩:২৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : গতকাল কলকাতায় মুক্তি পেয়েছে নন্দিত মডেল ও অভিনেত্রী তারিন অভিনীত সিনেমা ‘এটা আমাদের গল্প’। এ সিনেমার মাধ্যমেই কলকাতার সিনেমায় তার অভিষেক হয়েছে। এটি পরিচালনা করেছেন কলকাতার অভিনেত্রী মানসী সিনহা। এই সিনেমা দিয়ে প্রথমবার নির্মাতার চেয়ারে বসেছেন তিনি। 

সিনেমার গল্প ও চরিত্র নিয়ে তারিন জাহান বলেন, ‘চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে ঢাকা ও কলকাতার দুই পরিবারের গল্প নিয়ে। আমার বিয়ে হয় কলকাতার এক বনেদি পরিবারে। অপরাজিতা দিদি আমার শাশুড়ি। বউ-শাশুড়ির ভালোবাসা, রাগ-অভিমান রয়েছে এতে। গল্পটি কলকাতার হলেও আমার চরিত্রটি বাংলাদেশি মেয়ের। এতে আমার বিপরীতে রয়েছেন দেবদূত ঘোষ। এই অভিনেতার সঙ্গে কয়েক বছর আগে ভালোবাসা দিবসের একটি নাটকে কাজ করেছিলাম। ফলে তার সঙ্গে কাজের বোঝাপড়াটা ভালো ছিল। আশা করছি, পারিবারিক গল্পে সিনেমাটি দর্শক উপভোগ করবেন।’
তারিন ও দেবদূত ঘোষের পাশাপাশি আরও অভিনয় করেছেন শাশ্বত চ্যাটার্জি, পূজা কর্মকার, কণিকা ব্যানার্জি, সঞ্জীব শর্মা, খরাজ মুখার্জি, অপরাজিতা প্রমুখ।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল তারিন অভিনীত সিনেমা ‘১৯৭১: সেই সব দিন’। এটি পরিচালনা করেছেন হৃদি হক। এক সময় মাসের বেশিরভাগ সময় টিভি নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকতেন। এখন অভিনয় কমিয়ে দিয়েছেন তিনি। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS