ভিডিও

রূপের জাদু ছড়ালেন সামান্থা

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০২:২২ দুপুর
আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ০৪:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : কখনও ‘পুষ্পা’ ছবির আইটেম গান, আবার কখনও শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চার কারণে খবরের শিরোনাম হন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ।

এছাড়া বলিউডেও সামান্থার কদর কম নয়! ফ্যামিলি ম্যান সিরিজে তার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। সামনেই মুক্তি পাবে তার অভিনীত সিটাডেল-এর হিন্দি সংস্করণ। এদিকে গতকাল ২৮ এপ্রিল ছিল সামান্থার জন্মদিন। দেশ-বিদেশের অনুরাগী থেকে দুই সিনে ইন্ডাস্ট্রির সহকর্মীরাই তাকে মুড়ে দিয়েছেন শুভেচ্ছায়। 

প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর বিপরীতেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সামান্থা। সিনেমার নাম ইয়ে মায়া ছেসাভে। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সামান্থাকে। একের পর এক তামিল-তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS