ভিডিও

এবার শাকিবের পরিবারকে ‘ওপেন চ্যালেঞ্জ’ দিলেন বুবলী!

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৬:১৫ বিকাল
আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ১০:০২ রাত
আমাদেরকে ফলো করুন

তৃতীয়বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন চিত্রনায়ক শাকিব খান! এ নিয়ে চলছে নানা গুঞ্জন। সম্প্রতি শাকিবের পরিবারের এক ঘনিষ্ঠজন জানান, শাকিবের বাড়িতে ঢোকা নিষেধ চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর। বিষয়টির সতত্য যাচাইয়ে সম্প্রতি বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে মুখ খুলেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমে বুবলী বলেন, আমি নিউজটি দেখেছি। সেখানে শাকিবের পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেছেন, আমি নিজের সিনেমা প্রচারে শাকিবের নাম ব্যবহার করি। যা মোটেও সত্য নয়। আমার সিনেমার প্রচারণায় গণমাধ্যমকর্মীরা আছেন। সিনেমার টিম আর আমার দর্শকরাও আছেন।

প্রকাশিত নিউজে শাকিবের পরিবারের নানা অভিযোগ প্রসঙ্গে বুবলী বলেন, নাম প্রকাশ না করে কোনো ব্যক্তি কিছু বললে তার সম্পর্কে আসলে কী বলা যায়? নির্দিষ্ট করে ব্যক্তি থাকলে উত্তর ও যুক্তি দিতে সুবিধা হতো।
 
বুবলী আরও বলেন, বিশেষ সাক্ষাৎকারে আমি আমার ক্যারিয়ার নিয়েই কথা বলি। কোনো সংবাদকর্মী যদি আমার ব্যক্তিগত বিষয় জানতে চায় তবে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি সত্যিটা বলি। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মিডিয়ায় আমাদের (শাকিব-বুবলী) সম্পর্কের বিষয়ে আমি কোনো মিথ্যাচার করিনি।

শাকিব বিষয়ে মিথ্যাচার করা হলে তার পরিবার আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। এ বিষয়ে বুবলীকে কিছু বলতে বলা হলে তিনি বলেন, ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেয়ার দরকার কী? এখনই তো নিতে পারে। তাহলে আমারও প্রমাণ করতে সুবিধা হয় আমি মিথ্যাচার করিনি। 
 
শাকিবের তৃতীয় বিয়ে প্রসঙ্গ উঠলে বুবলী বলেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। তৃতীয় বিয়ের কথা এত বছর শুনছি যে, কিছুদিন পর সন্তান শেহজাদও এই প্রশ্ন শুনে বলবে ‘নো কমেন্টস’।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS