ভিডিও

‘নাম্বার ওয়ান বলেই কী ফোন ফেলে দেবে’ 

প্রকাশিত: মে ০২, ২০২৪, ০১:৩৬ দুপুর
আপডেট: মে ০২, ২০২৪, ১১:০০ রাত
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : আলোচিত অভিনেতা জায়েদ খানের মোবাইল ফোন সুইমিংপুলের পানিতে ছুড়ে ফেলেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

৫ সেকেন্ডের এ ভিডিওতে সাকিবের ক্ষোভের বিষয়টি দেখা গেছে। যদিও এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি। সামাজিক মাধ্যমে এ ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন।বুধবার (১ মে) নিজের ভেরিফায়েড পেজ থেকে আরেকটি স্ট্যাটাস দেন জায়েদ খান। সেখানে তিনি লিখেন, ‘নাম্বার ওয়ান বলেই কী ফোন ফেলে দেবে? শিগগির সব জানাবো তারপর আপনারাই বিচার কইরেন।’ 

জায়েদ খানের এই স্ট্যাটাস নিয়ে নেটিজেনদের মধ্যে কেউ কেউ সাকিবকে বেয়াদব বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ সাকিবের এমন আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS