ভিডিও

১৪ মাস পর চোখ মেলেছেন কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়

প্রকাশিত: মে ০২, ২০২৪, ১০:৪৯ রাত
আপডেট: মে ০২, ২০২৪, ১০:৪৯ রাত
আমাদেরকে ফলো করুন

বিনোদন প্রতিবেদক : ১৪ মাস আগে কানাডায় সড়ক দুর্ঘটনায় মারাত্নকভাবে আহত হয়েছিলেন দেশের বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে কুমার নিবিড়। এই দীর্ঘ সময় সেখানেই চিকিৎসা চলছে তার। চোখ মেলে তাকাতে পারছিলেন না। কথাও বলতে পারেন না। অবস্থা এতটাই মারাত্নক নিবিড়ের। ১৪ মাস ধরেই এমন অবস্থা চলেছে। তবে নতুন খবর হচ্ছে, এতদিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিবিড়কে এখন চেয়ারে বসানো যাচ্ছে। চোখ মেলেছেন, সবাইকে দেখছেনও। এমনটাই জানালেন কুমার বিশ্বজিৎ। ১৪ মাস ধরে কুমার বিশ্বজিৎ স্ত্রীসহ অবস্থান করছেন কানাডার টরন্টোয়। সেখানে সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন তার একমাত্র সন্তান কুমার নিবিড়। গত বছরের ১৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন নিবিড়। এরপর থেকেই সেই হাসপাতালেই রয়েছেন। এই সময়ে কোনো গান করেননি কুমার বিশ্বজিৎ। ছায়ার মতো ছিলেন ছেলের সঙ্গে।

এদিকে ১৮ এপ্রিল সপ্তাহ তিনেকের জন্য ঢাকায় এসেছেন এ শিল্পী। কুমার বিশ্বজিৎ বলেন, নিবিড়ের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তবে পুরো সুস্থ কবে নাগাদ হবে তা বলা মুশকিল। আমি কানাডায় যাওয়ার পর হাসপাতাল থেকে ওকে রিহ্যাবে নেওয়া হবে। রিহ্যাবে নেওয়ার পর ফিজিওথেরাপি, স্পিচথেরাপি, স্টিমিউলেটেড থেরাপি চলবে। এসব থেরাপি হাসপাতালে ওইভাবে হয় না। রিহ্যাবের সময়টাও দীর্ঘ। তাই ওটা শুরুর আগে দেশের কিছু কাজ গুছিয়ে নিতে এসেছি। আমরা এখন ওর মুখে বাবা-মা ডাক শোনার জন্য অপেক্ষা করছি। সবাই দোয়া করবেন যেন সেটা দ্রুত হয়। আর নিবিড় যেন পুরোপুরি সুস্থ হয়ে উঠে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS