ভিডিও

ইউনিসেফের ভারতীয় শুভেচ্ছা দূত মনোনীত কারিনা কাপুর

প্রকাশিত: মে ০৫, ২০২৪, ১১:৫৫ দুপুর
আপডেট: মে ০৫, ২০২৪, ১১:৫৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিনা কাপুর খান। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। নতুন খবর হলো, এই অভিনেত্রী এবার পেয়েছেন নতুন দায়িত্ব। মনোনীত হয়েছেন ভারতে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে।

শনিবার (৪ মে) নিজেই এক ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানিয়েছেন কারিনা কাপুর। তিনি লিখেছেন, আমার জন্য খুব আবেগের একটা দিন। ইউনিসেফের দূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য।ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সেলেব্রিটি অ্যাডভোকেট হিসেবে ২০১৪ সালে ইউনিসেফের সঙ্গে পথচলা শুরু হয় কারিনা কাপুরের। এবার সেই পদ থেকে দায়িত্ব পেলেন ন্যাশনাল অ্যাম্বাসাডরের।

কিছুদিন আগে কারিনাকে দেখা গেছে ‘ক্রু’ সিনেমায়। এতে টাবু ও কৃতির সঙ্গে বিমান সেবিকার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বক্স অফিসে সিনেমাটি দারুণ ব্যবসাও করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS