ভিডিও

সিডনিতে জায়েদ খানকে নিয়ে কী করছেন ফারিয়া

প্রকাশিত: মে ০৫, ২০২৪, ০৩:৪৬ দুপুর
আপডেট: মে ০৬, ২০২৪, ১১:২৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : ঢালিউড চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এখন সিডনিতে। ফেসবুকে সিডনিতে তোলা একটি ছবি শেয়ার করে ফারিয়া দর্শক-শ্রোতাদের জানিয়েছেন, দেখা হচ্ছে।

গত মাসের শেষ সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শো করেছেন জায়েদ খান ও ফারিয়া। আজ (রোববার) থেকে তারা সিডনি মাতাবেন। শনিবার (৪ মে) নিজের ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট শেয়ার করেন ফারিয়া। জায়েদের সঙ্গে এক ছাতার নিচে দাঁড়িয়ে থাকা সে ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ভাই আমরা সিডনিতে আসছি, ৫ মে দেখা হচ্ছে...’।এদিকে, জায়েদের ফেসবুকেও পোস্ট দেখা যাচ্ছে শো ঘিরে। প্রায় ৫ মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন নায়ক। সেখানে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি অনুষ্ঠানে স্টেজ শোতে দর্শকরা চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে পেয়ে বেশ উচ্ছ্বসিত।

মূলত অস্ট্রেলিয়ার মেলবোর্নের স্টেজ শো শেষের পর সিডনির স্টেজ শো মাতানোর ইঙ্গিত ফারিয়া তার ফেসবুকে দিয়েছেন। আর সে শুভক্ষণ আজই। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদেশের মাটিতে স্টেজ শো শেষ করে এক সঙ্গে আগামী ১০ মে তাদের দেশে ফেরার কথা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS