বিনোদন ডেস্ক : প্রায় ৩৩ বছর পর জুটি বাঁধলেন রজনীকান্ত ও অমিতাভ বচ্চন। যদিও এর আগেও তাদের দেখা গেছে এক সিনেমায়। অমিতাভ-রজনীকান্তকে একসঙ্গে দেখা যাবে ‘বেট্টায়ন’ সিনেমায়। রজনীকান্তের ৭৩তম জন্মদিনে মুক্তি পেতে চলেছে এ সিনেমা। আর অমিতাভের তামিল সিনেমায় হাতেখড়ি হচ্ছে ‘বেট্টায়ন’র মাধ্যমে।
৩৩ বছর আগে তারা শেষবার পর্দা ভাগ করেছিলেন। রজনী-অমিতাভকে দেখা গেছে ‘হম’ সিনেমায়। এ ছাড়াও ‘অন্ধা কানুন’ এবং ‘গ্রেফতার’ সিনেমায় কাজ করেছেন তারা। বর্তমানে ব্যস্ততা তুঙ্গে দুই তারকারই। বয়স হয়েছে, তবু ক্লান্তি নেই অমিতাভ কিংবা রজনীর। এবার আবারও মহামিলন হয়েছে দুই তারকার। এই সিনেমা রজনীকান্তের ১৭০তম সিনেমা, তাই তার প্রতি সম্মান জানিয়েই সিনেমার এমন নামকরণ। সম্প্রতি সিনেমার একটি পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রজনী। শোনা যাচ্ছে, অমিতাভের চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিনেমায়।
রজনীর সঙ্গে কোলাকুলি করছেন অমিতাভ সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি দেন অভিনেতা। তিনি লেখেন, ‘ভীষণ রকম সম্মানিত থালাইভা মহান রজনীকান্তের সঙ্গে আবারও কাজ করতে পেরে। বিন্দু মাত্র বদলাননি তিনি। সেই একই রকম মাটির মানুষই রয়ে গিয়েছেন।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।