ভিডিও

পরিচালক আউয়ালের মরদেহ উদ্ধার

প্রকাশিত: মে ০৮, ২০২৪, ০৪:৪৭ দুপুর
আপডেট: মে ০৮, ২০২৪, ০৪:৪৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক এমএ আউয়ালের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজধানীর মগবাজার দিলু রোডের একটি বাসা থেকে ৭ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আজ বুধবার (৮ মে) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন গণমাধ্যমকে মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বাভাবিকভাবে ঘুমের মধ্যেই মারা গেছেন তিনি বলে ধারণা করা হচ্ছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’এম এ আউয়াল সহযোগী পরিচালক হিসেবে ‘সিটি রংবাজ’ ছবিতে কাজ করেন। এরপর পূর্ণ পরিচালক হিসেবে ‘রাজপথের বাদশা’ ও ‘কাছের শত্রু’ ছবি পরিচালনা করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS