বিনোদন ডেস্ক : সিলেট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ‘অড সিগনেচার’ ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল। এ দুর্ঘটনায় ব্যান্ডের অন্য সদস্যরাও গুরুতর আহত হন। আজ শনিবার (১১ মে) বেলা পৌনে ১১টায় ‘অড সিগনেচার’ ব্যান্ডের ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, নরসিংদী পাঁচদোনা ডিম হলিডে পার্কের সামনে অড সিগনেচারের গাড়ি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ব্যান্ডের সব সদস্য মারাত্মক হত হন। চালক সালাম স্পটেই মারা যান। গাড়ি দুর্ঘটনায় ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়ালও নিহত হন। ব্যান্ডের বাকি সদস্যদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।