বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে ৯ মে দেশে ফিরেই একটি অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী মোনালিসা।
এসময় তিনি বলেন, ‘কোভিডের আগে আমি এসেছিলাম, এরপর আর আসা হয়নি। চিন্তা করেছি সবাইকে সারপ্রাইজ দেব।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘দেশে আসবো না কেনো? এটা তো আমার দেশে। মাঝে মাঝে আপনাদের জন্যই আসি। তবে একেবারে দেশে ফিরে আসার ইচ্ছে তো আছে। সেটা সম্ভব কি না, এখনো জানি না। এবার এসেছি কিছু দিন থাকব। আগামী ঈদের বেশকিছু কাজে করব। আসন্ন ঈদে বেশ কিছু নাটক টেলিফিল্মে আমাকে দেখা যাবে। ইতিমধ্যে এসব নিয়ে আলাপ শুরু হয়েছে। আর আমার কাজগুলো যে একটু আলাদা হবে সেটা নিশ্চিত করে বলতে পারি। যেহেতু আমার কাজ আপনারা দেখেছেন, আপনারা জানেন।’
একটা সময় দেশের বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছি। এটার জন্য নিজেকে ভাগ্যবতী মনে করেন মোনালিসা। এছাড়া ভবিষ্যতে তাদের সঙ্গে আরও কাজ করতে চান এই অভিনেত্রী। মোনালিসার ভাষ্য, ‘আমি সত্যিই ভাগ্যবতী যে আমি দেশের সেরা সেরা অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি। মোশাররফ করিম ভাই, জাহিদ ভাই- এদের সঙ্গে কাজ করাটা অন্যতম পাওয়া, এটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমি মোশাররফ ভাইয়ের সঙ্গে এখনো কাজ করতে চাই, মানে আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের সঙ্গে কাজ করতে চাই। দেখা যাক এখন কী হয়।’
যুক্তরাষ্ট্রে থাকলেও দেশের জন্য মন পড়ে থাকে এই অভিনেত্রীর এমনটাই জানালেন মোনালিসা। বললেন, ‘আসলে আমি যদিও যুক্তরাষ্ট্রে বসবাস করছি। কিন্তু মনটা দেশেই পড়ে থাকে। আমি জানি এখানে আমার একটা বড় ভক্ত শ্রেণি রয়েছে। তারা আমার অনুপস্থিতিকে খেয়াল করে। আমিও তাদের মিস করি।’ তারকাদের সামাজিক মাধ্যম ব্যবহার প্রসঙ্গেও নিজের মত জানালেন। আমরা আগে এত বেশি প্রকাশ্য ছিলাম না। এখন সব ওপেন, সব স্বচ্ছ। কোনো সত্য লুকিয়ে রাখার সুযোগ নেই, কোনো লুকোচুরিরও সুযোগ নেই। এখন শিল্পী মানুষরাও ওপেন মাইন্ডেড। তাই সামাজিক মাধ্যমে যে তথ্য প্রকাশ করছেন বা দিচ্ছেন, এটা মোটেও খারাপ নয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।