ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেতা শরিফুল রাজ। তিনি তার কাজের থেকে বেশী সমালোচিত হয়েছেন নিজের ব্যক্তি জীবন নিয়ে। বিয়ে করেছিলেন অভিনেত্রী পরীমনিকে। পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
সম্প্রতি এক টেলিভিশনের সাক্ষাৎকারে রাজ বলেন, অনেক মায়েদের পরীর থেকে অনেক কিছু শেখার আছে। ও যেভাবে আমার ছেলেকে আদর-যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে।
চিত্রনায়ক বলেন, আমার ছেলে এখন অনেক ছোট সে আমার জীবনের গুরুত্বপূর্ণ একজন। আমার কাছে মনে হয় ও ঠিকঠাক ভালো একটা জায়গায় আছে। আমি চাইবো ও যেভাবে আছে আরও ভাল থাকুক সুস্থ থাকুক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।