ভিডিও

দীর্ঘদিন পর বিজ্ঞাপনে ফিরেই সাড়া পাচ্ছেন মেমী

প্রকাশিত: মে ২২, ২০২৪, ১০:৩৩ রাত
আপডেট: মে ২২, ২০২৪, ১১:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : একসময় নিয়মিত মঞ্চে, টিভিতে নাটকে অভিনয় করতেন দর্শকপ্রিয় অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী। আবার বেশকিছু ভালো ভালো সিনেমাতেও তিনি অভিনয় করেছেন। সাড়া ফেলা কিছু বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে অভিনয করেছেন তিনি। দর্শকপ্রিয় এই মডেল, অভিনেত্রী মেমী দীর্ঘদিনের বিরতি শেষে গেলো ‘বিশ্ব মা দিবস’ উপলক্ষ্যে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ ভালো সাড়া ফেলেছেন।

একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ট্রিট চকলেট’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সোহেল খান। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন মেমী। মেমী বলেন, ‘কাজের সুবাদে অনেক আগে থেকেই সোহেল খানের সঙ্গে আমার পরিচয়। আমাকে ভীষণ শ্রদ্ধা করে। ভীষণ ভালো লাগলো কাজটি করতে পেরেৃ। একটা সুন্দর মিষ্টি গল্পে মা আর ছেলের ভূমিকায় কাজ করতে গিয়ে শুটিং-এর সময়ে মনে হয়েছিলো আমারই ছেলের সঙ্গে আমি কাজ করছি। অনেক ধন্যবাদ আর দোয়া সোহেলের জন্য। আমাকে একটা ভালো কাজে সম্পৃক্ত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। বিজ্ঞাপনটি মা দিবসের সময়কাল থেকে প্রচারের পর থেকে আমি বেশ ভালো সাড়া পাচ্ছি। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে তারা আমার করা নতুন বিজ্ঞাপনটি পছন্দ করেছেন। এমন ভালো গল্পের বিজ্ঞাপনে কাজ করতে চাই।’

এদিকে মা দিবস উপলক্ষ্যে প্রকাশিত মা’কে নিয়ে প্রকাশিত কাজী রাহনূমা নূরের লেখা ‘মা কেমন আছো’ কবিতাটির ভিডিও চিত্রটিতে আবৃত্তি করেছেন মেমী। সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় মুনিরা ইউসুফ মেমী নিজেই। এই আবৃত্তির জন্যও বেশ সাড়া পাচ্ছেন মেমী। দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩’তম জন্মদিনে ‘বাঁশিওয়ালা’ কবিতাটিও আবৃত্তি করে প্রকাশ করেছেন মেমী। এর আবহ নির্মাণে রয়েছেন মীর হাসান স্বপন। এদিকে মেমী’কে সর্বশেষ গেলো পহেলা বৈশাখে ইউটিউবে প্রকাশিত অরুণ চৌধুরী পরিচালিত ফারিয়া হোসেন রচিত ‘ছিলো প্রেমের মতো’ নাটকে অভিনয়ে দেখা যায়। এ নাটকে তার বিপরীতে ছিলেন আহসান হাবিব নাসিম। আরো অভিনয় করেছেন খায়রুল বাসার ও রুকাইয়া জাহান চমক। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS