ভিডিও

সংসার ভাঙছে নাতাশা-পান্ডিয়ার!

প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৩:৫২ দুপুর
আপডেট: মে ২৩, ২০২৪, ০৩:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : প্রেম করে ২০২০ সালের ৩১ মে বিয়ে করেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও মডেল নাতাশা স্ট্যানকোভিচ। সে বছরই ৩০ জুলাই তাদের প্রথম সন্তান অগস্ত্যর জন্ম হয়।

এদিকে চলতি বছরের মার্চে হার্দিক পান্ডিয়ার আইপিএল পারফরম্যান্সের কারণে অনলাইনে বুলিংয়ের শিকার হয়েছিলেন তার স্ত্রী, সার্বিয়ান মডেল ও অভিনেতা নাতাশা স্ট্যানকোভিচ। তবে সম্প্রতি নেটপাড়ায় জোর জল্পনা নাতাশা ও হার্দিক আলাদা হয়ে গেলেন? বিয়ে ভাঙছে নাকি? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম রেডিটের পোস্টে এ জল্পনা তৈরি হয়েছে।

রেডিট পোস্টে লেখা হয়েছে, যদিও এটা কেবলই একটা জল্পনা, তবে হার্দিক ও নাতাশা দুজনেই একে অপরকে নিয়ে কোনো ইনস্টাস্টোরি পোস্ট করছেন না। এর আগে নাতাশার ইনস্টাগ্রামে নাতাশা স্ট্যানকোভিচ পান্ডিয়া লিখতেন, তবে এখন তিনি হার্দিকের নাম পুরোপুরি মুছে দিয়েছেন। আরও লেখা হয়েছে যে, নাতাশার জন্মদিন ছিল ৪ মার্চ, তবে সেদিন হার্দিক কোনো পোস্ট করেননি। যেখানে শুধু তাদের মাঝে ছেলে অগস্ত্য রয়েছে, সেগুলো বাদে নাতাশা হার্দিকের সঙ্গে তার সাম্প্রতিক সব পোস্টও মুছে ফেলেছেন। তাছাড়া এবারের আইপিএলে হার্দিকের জন্য নাতাশাকে মাঠেও যেতে দেখা যায়নি। ওদের মধ্যে কিছুতে সমস্যা অবশ্যই হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS