গত বৃহস্পতিবার (২৩ মে) সংবাদ মাধ্যমে ‘গাবতলী গরুর হাটে শিল্পীদের চাকরি দেবেন ডিপজল’ এমন মন্তব্যে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন খলনায়ক মিশা সওদাগর।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মিশা সওদাগর জানান, তিনি সাংবাদিকের থেকে এমনটা আশা করেন নি। কোন প্রেস বা সাংবাদিককে তার সঙ্গে কথা না বলে সংবাদ প্রকাশ করেছে যা অনেকটা সাইবার অপরাধের মতো। তাই অনুমতি না নিয়ে এমন নিউজ করা উচিত হয়নি।
তিনি বলেন, ‘এ কথা আমি ডিপজল ভাইয়ের প্রশংসা করে শিল্পীদের তখন বলছিলাম। আপনারা জানেন ঘরোয়া আড্ডায় সব পরিবারে দেশ, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র নিয়ে নানা কথা হতে পারে। এই কথাটাও হয়তো রেফারেন্স হিসেবে এসেছিল। যেখানে অনেক মানুষ ছিল।’
মিশা জানান, ঘরোয়া কথা দিয়ে নিউজ করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন। কিন্তু অনুমতি না নিয়ে নিউজ করা হয়েছে। এমনটা সাংবাদিকদের থেকে আশা করা যায় না। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। যাতে সবাইকে বিষয়টি বোঝাতে পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।