ভিডিও

‘ঋতুকামিনী’ নিয়ে আসছেন অধরা খান 

প্রকাশিত: মে ২৬, ২০২৪, ০৩:০৫ দুপুর
আপডেট: মে ২৬, ২০২৪, ০৪:০৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : ঢালিউডের লাস্যময়ী চিত্রনায়িকা অধরা খান। ‘নায়ক’ ও ‘মাতাল’ সিনেমায় কাজ করে নজর কেড়েছেন দর্শকের। সিনেমার কাজের পাশাপাশি তাকে প্রায়ই বিদেশ ভ্রমণে দেখা যায়। দুবাই ভ্রমণ শেষ করেই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অধরা।

বর্তমানে তিনি ‘ঋতুকামিনী’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জাহিদ হোসেনের পরিচালনায় এই সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে অভিনয় করছেন অধরা খান। দুবাই থেকে দেশে ফিরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অধরা। সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘শরীর এখন একটু ভালো। কাজটির গল্প আমার বেশ ভালো লেগেছে। তাই শুটিংয়ে ফিরেছি। এবারই প্রথম সজল ভাইয়ার বিপরীতে অভিনয় করছি। এটা এক দারুণ অভিজ্ঞতা! শুটিং চলবে টানা ৫ জুন পর্যন্ত।’

গ্রামীণ প্রেক্ষাপটের সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে। এরই মধ্যে ফেসবুকে পাওয়া গেছে সেই লুক। সিনেমায় সজল-অধরা ছাড়া আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খানসহ অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS