বিনোদন ডেস্ক : বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা দিয়ে বাংলাদেশি দর্শকের মন জয় করেছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। ছবিটিতে তার ‘পাশের বাড়ির মেয়ে’র ইমেজ ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। কোথায় আছেন এখন সেই অভিনেত্রী?
কলকাতায় জন্ম নেওয়া প্রিয়াঙ্কার প্রথম ছবি ছিল ‘যোদ্ধা’। তবে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে ‘দীপা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর ‘চুপি চুপি’, ‘সাথী’, ‘রাজা’, ‘সঙ্গী’সহ অনেক ছবিতেই দেখা গেছে তাকে। কেবল বাংলাই নয়, তামিল, কন্নড়সহ বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। দক্ষিণি তারকা উপেন্দ্র রাওকে বিয়ে করার পর দক্ষিণি ছবিই বেশি করেন। তিনি এখন পরিচিত প্রিয়াঙ্কা উপেন্দ্র নামে। মেয়ে ঐশ্বর্য ও ছেলে আয়ুশকে নিয়ে ভরা সংসার নায়িকার।
কয়েক বছর ধরে প্রযোজক হিসেবেও দেখা যাচ্ছে তাকে। এখন মূলত কন্নড় সিনেমাই বেশি করেন প্রিয়াঙ্কা। গত বছর মুক্তি পাওয়া কন্নড় ছবি ‘ডিটেকটিভ তিকশানা’ ছিল প্রিয়াঙ্কার ক্যারিয়ারের ৫০তম সিনেমা। সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।